ইসলামই বদলে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট, দাবি ম্যাথু হেইডেনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
বিতর্কের অপর নাম ছিল পাকিস্তানের ক্রিকেটে। বিশেষ করে উশৃঙ্খল জীবনযাপনের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা প্রায়ই গণমাধ্যমের শিরোনামে থাকতেন। এখন সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। পাকিস্তানের ক্রিকেটাররা এখন মোটামুটি শৃঙ্খল। অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার ম্যাথু হেইডেন মনে করেন, ইসলামই বদলে দিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের।
পাকিস্তানের ক্রিকেটারদের খুব কাছ থেকেই দেখেছেন হেইডেন। ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দলের সঙ্গে ছিলেন এই সাবেক ব্যাটার। পরের বিশ্বকাপে বাবরদের মেন্টর হিসেবেও কাজ করেছেন হেইডেন। পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় পাকিস্তানের ক্রিকেটারদের প্রশংসা করেন সাবেক এই অজি ক্রিকেটার।
আরও পড়ুন: গল্পটা এক ও দুইয়ের
হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা খুব মনোযোগী। পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ন। আমি এটির প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, নিবেদন থাকতে হবে, ধারাবাহিক হতে হবে। আর এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে।’