Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচে ঘুচবে নানা-নাতনির অপেক্ষা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচে ঘুচবে নানা-নাতনির অপেক্ষা

ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে। বিশ্বকাপে অংশ নিতে দলগুলো এখন অবস্থান করছে ভারতে। রাজনৈতিক সব ঝামেলাকে পেছনে ফেলে পাকিস্তান দলও এখন ভারতে রয়েছে।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলে রয়েছেন হাসান আলী। পাক এই পেসারের শ্বশুরবাড়ি ভারতের হরিয়ানায়।

২০১৯ সালের পর আর মেয়ের সঙ্গে দেখা হয়নি ৬৩ বছর বয়সী লিয়াকত খানের। কারণ ভারতীয় এই নাগরিক মেয়েকে বিয়ে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের পেসার হাসান আলীর সঙ্গে। ফলে হাসান ও সামিয়া আরজু দম্পতির ঘরে আসা নাতনির সঙ্গেও দেখা হয়নি নানা লিয়াকতের। তাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে ভারত বিশ্বকাপ। হরিয়ানার বাসিন্দা লিয়াকত মেয়ে এবং নাতনির সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

লিয়াকত খান অবসরপ্রাপ্ত ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা। ভারতের হরিয়ানার নুহ জেলায় থাকেন তিনি। নাতনির বয়স দুই বছর হয়ে গেলেও এখনও তার মুখটা দেখা হয়নি লিয়াকতের। 

লিয়াকতের মেয়ে সামিয়া আরজু ২০১৯ সালে দুবাইয়ে পাকিস্তানের পেসার হাসান আলিকে বিয়ে করেন। এর পর আর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আসা হয়নি সামিয়ার। সে কারণে নাতনিকেও দেখা হয়নি লিয়াকতের। বিশ্বকাপ সে সুযোগ করে দিচ্ছে। 

নুহ জেলার অধিবাসী লিয়াকত ভারতের সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, ‘২০২১ সালে মেয়ের প্রথম সন্তান জন্মদানের সময় আমার স্ত্রী পাকিস্তানে গিয়েছিল। আশা করি, আহমেদাবাদে আমাদের আবার দেখা হবে। নাতনিকে কোলে নিতে আর তর সইছে না।’

কিছুদিন আগেও নানা-নাতনির দেখা হওয়ার সম্ভাবনা ছিল না। পাকিস্তানের বিশ্বকাপ দলে শুরুতে জায়গা হয়নি হাসান আলির। পরে নাসিম শাহর চোটে বৈশ্বিক আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে তার।

হাসানের সঙ্গে তার মেয়ের পরিচয় ও বিয়ে কীভাবে হলো তার কিছুটা ধারণা দেন লিয়াকত, 'আমার মেয়ে এমিরেটস এয়ার লাইনসে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। দুবাইয়ে হাসানের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব হয়। সে আমাকে তার (হাসান) কথা বলেছে। মেয়ের সিদ্ধান্ত নিয়ে কখনোই আমার মনে সন্দেহ জাগেনি।’

আরও পড়ুন: যেসব স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপ

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম