Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে জিততে প্রতি ম্যাচে যত রান করতে হবে পাকিস্তানকে!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১১:১৯ এএম

বিশ্বকাপে জিততে প্রতি ম্যাচে যত রান করতে হবে পাকিস্তানকে!

এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান করেও হার। পাকিস্তান দল যেন বিশ্বকাপ শুরুর আগে একটু অস্বস্তিতেই আছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাসেও চিড় ধরাতে পারে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ গড়েও দলের জিততে না পারা ভাবাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাকে।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে জয়ের ‘পথ’ দেখিয়েছেন রমিজ রাজা। তিনি মনে করেন, বিশ্বকাপেও যদি পাকিস্তানের বোলিং এমন নির্বিষ থাকে, তবে ম্যাচ জিততে হলে বাবর-রিজওয়ানদের ৪০০ রান করতে হবে। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, জানি, এটা কেবলই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হচ্ছে, পাকিস্তানের মধ্যে এখন হারার অভ্যাস ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারল আর এখন ৩৪৫ রান করেও জিততে পারল না।

আরও পড়ুন: বড়দের বিশ্বকাপে ৫ ‘ছোট’ 

শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের পেসারদের তীব্র সমালোচনা করেন রমিজ রাজা। তিনি বলেন, ভারতের উইকেট সব সময় এমন। পাকিস্তানের বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে, তবে ম্যাচ জিততে ব্যাটসম্যানদের ৪০০ রান করতে হবে। পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে। আমরা শুরুতে রক্ষণাত্মক খেলছি, তার পর আক্রমণে যাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম