এবারের ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের হয়ে খেলবেন ১৫০ জন ক্রিকেটার। এরমধ্যে এমন কিছু ক্রিকেটার আছেন, যাদের বয়স অন্যদের তুলনায় অনেক কম হলেও সামর্থ্য আছে দারুণ কিছু করার।
২০২৩ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। এই তালিকায় তানজিম আছেন পাঁচ নম্বরে। শীর্ষে আফগানিস্তানের ১৮ বছর বয়সি বাঁ-হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। যিনি এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। এ বছর আইপিএলে দুর্দান্ত খেলে সবার নজরে আসেন নুর।
সর্বকনিষ্ঠ পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন আরেক আফগান রিয়াজ হাসান। তিনি ডান-হাতি ব্যাটার। বাকি দুজন হলেন নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্ত ও অলরাউন্ডার বিক্রমজিৎ সিং। পাঞ্জাবের ছেলে বিক্রমজিৎ ডাচদের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন জন্মভূমিতে।
২০২৩ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ পাঁচ ক্রিকেটার
১. নুর আহমেদ (আফগানিস্তান, ১৮ বছর ২৫৩ দিন)
২. আরিয়ান দত্ত (নেদারল্যান্ডস, ২০ বছর ১১৮ দিন)
৩. বিক্রমজিৎ সিং (নেদারল্যান্ডস, ২০ বছর ২৪১ দিন)
৪. রিয়াজ হাসান (আফগানিস্তান, ২০ বছর ৩১০ দিন)
৫. তানজিদ হাসান (বাংলাদেশ, ২০ বছর ৩৪১ দিন)।