১৫ জন ক্রিকেটার তো আছেনই। বাংলাদেশের আরেকজনকেও দেখা যাবে বিশ্বকাপের মাঠে। তিনি শরফুদ্দৌলা সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তালিকা আগেই ঘোষণা করেছে আইসিসি। এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের সঙ্গে আরও কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা।
বাংলাদেশের কোনো আম্পায়ার এর আগে বিশ্বকাপে সুযোগ পাননি। সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেটে নতুন নজির তৈরি করলেন শরফুদ্দৌলা।
উচ্ছ্বসিত শরফুদ্দৌলা বলেছেন, ‘বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা আমার স্বপ্ন ছিল। প্রথম বাংলাদেশি হিসাবে এই সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই সুযোগ আমার কাছে এক বিশেষ প্রাপ্তি। কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার মাধ্যমে এটা আমি অর্জন করেছি। যদিও টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া আমার কাছে আম্পায়ার হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি।’