যৌন নির্যাতনের অভিযোগ থেকে গুনাতিলকার মুক্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পিএম
যৌন নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকা। বৃহস্পতিবার অভিযোগ থেকে গুনাতিলকাকে অব্যাহতি দিয়ে রায় দেন সিডনির একটি আদালত। মামলার রায় হওয়ার পর আদালতের বাইরে গুনাতিলকা বলেছেন, আবারও মাঠে ফিরতে তর সইছে না তার।
গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় গ্রেফতার হয়েছিলেন গুনাতিলকা। এক নারীর আনা যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল তাকে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনির অপেরা হাউসের কাছের একটি পানশালায় এক নারীর সঙ্গে দেখা করেছিলেন গুনাতিলকা। সেই নারীর সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সম্পর্কে জড়িয়েছিলেন গুনাতিলকা, এমন চারটি অভিযোগ প্রাথমিকভাবে আনা হয়েছিল তার বিরুদ্ধে।
তবে চারটি অভিযোগের মধ্যে তিনটি গত মে মাসে নাকচ করে দেওয়া হয়। বাকি একটি অভিযোগে বিচারক সারাহ হাগেট গুনাতিলকাকে নির্দোষ বলে রায় দিয়েছেন। সিডনির নিউ সাউথ ওয়েলসের ডিস্ট্রিক্ট কোর্টের দেওয়া এক নথিতে জানা গেছে এমন।
রায় ঘোষণার পর আদালতের বাইরে গুনাতিলকা সাংবাদিকদের বলেন, গত ১১ মাস আমার জন্য সত্যিই কঠিন ছিল। সবাই আমাকে বিশ্বাস করেছিল, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি যে আমার জীবন এখন আবার স্বাভাবিক। ফলে ক্রিকেট খেলতে তর সইছে না আমার।
অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচার চ্যানেল এবিসির প্রতিবেদন অনুযায়ী, যৌন মিলনের সময় সেই নারীকে না বলেই কনডম সরিয়ে নিয়েছিলেন গুনাতিলকা। তবে সে নারী শুধু নিরোধযুক্ত যৌন মিলনেই সম্মত হয়েছিলেন বলে উল্লেখ করেছিল বাদী পক্ষ। তবে বিচারক বলেছেন, সে মুহূর্তে কী ঘটেছে, সে ব্যাপারে ওই নারীর পরিষ্কার কোনো স্মৃতি নেই।