ফাইল ছবি
ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের।
তামিমের ফিটনেস নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। তামিম বিশ্বকাপে খেলবেন কী খেলবেন না এ নিয়ে বহু রকমের কথা শোনা গেছে।
আরও পড়ুন তামিমকে বিশ্বকাপ দলে ও হাথুরুসিংহের অব্যাহতি চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ
শেষমেশ সত্যি হয়ে গেছে শঙ্কাটাই। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি তামিমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষেও ঘুরেফিরে এসেছে তামিম প্রসঙ্গ।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে শেষ ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ (বিশ্বকাপের) দল ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন খেলেছি আমরা। তিনি
বাংলাদেশকে অনেক দিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই মিস করব। অনেক কিছু শিখেছি। অবশ্যই মিস করব।’
সিরিজের শেষ ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে হারলেন টাইগাররা।
হার নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্ত বলেন, ‘হারা তো হারাই, ১ রানে হারাও হারা, ১০০ রানেও হারা হারা। ম্যাচ হেরেছি, হতাশাজনক। এখান থেকে আমরা কী শিখলাম এই অভিজ্ঞতা নিয়ে যদি বিশ্বকাপে যেতে পারি তা হলে তা কাজে দেবে।
সিরিজ শেষেই বিশ্বকাপের উদ্দেশে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।