Logo
Logo
×

খেলা

শ্রীলংকার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

শ্রীলংকার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

দাসুন শানাকাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গার। 

গত মাসে লংকান প্রিমিয়ার লিগের প্লে-অফে উরুতে চোট পান হাসারাঙ্গা। সেই চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। একই কারণে বিশ্বকাপ দলেও তার জায়গা হয়নি। 

শ্রীলংকার এই সময়ের অন্যতম সেরা বোলার হলেন হাসারঙ্গা। ২০১৭ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের হয়ে ৪৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ইতোমধ্যে ৬৭ উইকেট শিকার করেছেন এই তারকা লেগ স্পিনার। নিয়মিত পারফরম্যান্স করায় লংকান দলে তিনি অটোমেটিক চয়েজ। চোটের কারণে এশিয়া কাপের পর বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও খেলা হচ্ছে না তার।

শ্রীলংকার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম