ম্যাচ চলাকালেই দল ছেড়ে চলে গেলেন নাফিস ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ওয়ানডেতে সকাল থেকে যথারীতি দলের সঙ্গে ছিলেন টাইগারদের ম্যানেজার নাফিস ইকবাল। তবে এক পর্যায়ে তিনি অভিমানে দল ছেড়ে বাসায় চলে গেছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন নাফিস। আর দল ছেড়ে যাওয়ায় চাকরি হারাতে পারেন সাবেক এই ক্রিকেটার। এমনটা হলে, আসন্ন বিশ্বকাপেও দলের সঙ্গে দেখা যাবে না নাফিসকে।
বিসিবিতে এই বিতর্কের শুরু অবশ্য সোমবার রাত থেকেই। তামিম ইকবাল বিসিবিকে জানিয়েছিলেন তিনি পুরো ফিট নন। ফলে বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারবেন না। তার এমন শর্ত শুনে জরুরী মিটিং করে টিম ম্যানেজমেন্ট।
গতকাল মধ্যরাতে এ নিয়ে নাজমুল হাসান পাপনের বাসাতেও হয়েছে লম্বা আলোচনা। সেই ঘটনার রেশ এখনো কাটেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে আজ ম্যাচ চলাকালে টিমম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে কোনও একটি ঘটনা ঘটে। যার কারণে তিনি দলকে মাঠে রেখে চলে গেছেন বাসায়।
সবকিছু ঠিক থাকলে বুধবার বিকাল ৪ টায় ভারতের গোহাটির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে উত্তাপ ছড়াচ্ছে তামিম-সাকিব দ্বন্দ্ব আর সেই তামিমের বড় ভাই নাফিসও চলে এসেছেন আলোচনায়।