Logo
Logo
×

খেলা

পাইলটের বিশ্বকাপ দলে মাহমুদুউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম

পাইলটের বিশ্বকাপ দলে মাহমুদুউল্লাহ

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ১০ দিন পর পর্দা উঠবে ভারত বিশ্বকাপের। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটাররা তৈরি করছেন পছন্দের একাদশ। ১৫ সদস্যের বিশ্বকাপ দল তৈরি করার তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ দল প্রকাশ করেন পাইলট। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুউল্লাহ রিয়াদকে দলে রেখেছেন পাইলট। 

তামিম ইকবাল এবং লিটন দাসকে তার দলে ওপেনার হিসেবে রেখেছেন। ব্যাকআপ ওপেনারের জন্য একটি জায়গা ফাঁকা রেখেছেন তিনি। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। পাইলটের দলে মিডল অর্ডারে রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়। 

স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মাহেদী ও মেহেদি হাসান মিরাজ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। ১৫ সদস্যের দলে চারজন পেসার রেখেছেন পাইলট। তারা হলেন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম