আগামী বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়েও নিশ্চিত নন লিওনেল মেসি। কিন্তু গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মেসি বলেছিলেন ২০২৬ বিশ্বকাপের কথা। এ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল তার।
মেসি বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে মনে হয় অংশ নেব না আমি। বরং বিশ্বকাপ দেখার জন্য সেখানে থাকতে পারলে ভালো লাগবে আমার।
অথচ এরই মধ্যে সুর পালটালেন মেসি। ৩৬ বছর বয়সি মেসি বললেন, আগামী বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত নন তিনি।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তিন বছর পর তার ফর্ম ও শারীরিক পরিস্থিতি কেমন থাকবে সেগুলোও বিবেচনার বিষয়। আপাতত তার ভাবনা জুড়ে রয়েছে আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা।
‘ওলগা’ চ্যানেলে ‘মিগে গ্রানাদেস’ নামে আর্জেন্টাইন এক ইউটিউবারের কাছে একটি সাক্ষাৎকারে মেসি জানালেন, আমি জানি না যে আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকব কিনা। আমি এটা নিয়ে চিন্তা করছি না। কারণ এটা এখনও অনেক দূরে।
মেসি বলেন, কোপা আমেরিকার পর আমরা দেখব কী ঘটে। এটা (বিশ্বকাপে খেলা) নির্ভর করছে আমি কেমন বোধ করছি সেটার ওপর। এখনও তিন বছর বাকি আছে।
তবে মেসির কথায় বোঝা গেছে, আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনার দুয়ার খোলা রাখছেন তিনি।