এশিয়া কাপে পাওয়া চোট কাল হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ। এই তরুণ পেসারকে বাদ দিয়ে ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দলে ফিরলেন আরেক পেসার হাসান আলী। চার পেসার নিয়ে ভারতে যাবে পাকিস্তান। শুক্রবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। বাবর আজমের নেতৃত্বে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলবে পাকিস্তান। সহ-অধিনায়ক শাদাব খান। তাদের সবচেয়ে বড় চিন্তা তরুণ পেসার নাসিমকে না পাওয়া। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরে চোট পেয়েছিলেন তিনি। চোট সারতে সময় লাগবে, জানিয়েছেন ইনজামাম। তিনি বলেন, ‘বিশ্বকাপে নাসিমের খেলা হবে না। সময় লাগবে তার সেরে উঠতে।’
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, আগা সালমান, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
রিজার্ভ : মোহাম্মদ হারিস, আবরার আহমেদ ও জামান খান।