বিশ্বকাপে পাকিস্তানের জন্য সেরা স্কোয়াড বাছাই করলেন শহীদ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানের সেরা স্কোয়াড বেছে নিয়েছেন।
সম্প্রতি একটি স্থানীয় মিডিয়া চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি এই স্কোয়াড ঘোষণা করেন।
আফ্রিদি তার স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন যারা দীর্ঘ সময় ধরে পাকিস্তান দলে নেই।আফ্রিদির তালিকায় রয়েছেন- অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার হাসান আলী এবং আরশাদ ইকবাল।
ইমাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, তার স্পিন অনেক ভালো, তার মত একজন দক্ষ বোলার থাকা দলের জন্য জরুরি, বিশেষ করে নতুন বলে তার বল খুবই কার্যকর। যখন ফাস্ট বোলাররা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তখন তার বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: শাহিন আফ্রিদির অধিনায়ক হওয়ার গুঞ্জনে মুখ খুললেন শ্বশুর
আফ্রিদি বলেন, আমাদের দুই ধরণের ট্র্যাক থাকবে, হয় আমরা একটি সিমিং ট্র্যাক পাব অথবা খুব ফ্ল্যাট ট্র্যাক পাব৷ দেখুন, জিনিসটি হলো আমাদের আগে থেকে ভালো স্পিনার রয়েছেন। কখনও কখনও, যদি কোনো ফাস্ট বোলার ভাল বোলিং না করে এবং তাদের বলে মার খায়, তখন আপনি ইমাদ ওয়াসিমের মতো একজন বোলারকে কাজে লাগাতে পারবেন। সে নতুন বলে খুব বিপজ্জনক বোল করতে পারে।
বুম বুম আফ্রিদি বলেন, আমি তার ব্যাটিং দেখেছি এবং আমি তাকে নিয়ে খুব আত্মবিশ্বাসী। তার কিছু দুর্দান্ত ইনিংস রয়েছে।সে এমন একজন খেলোয়াড় যে সে জানে কীভাবে চাপ সামলাতে হয়।মানসিকভাবে শক্তিশালী, বেশ সিনিয়র এবং অনেক ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
এছাড়া ৪৬ বছর বয়সি আরশাদ ইকবালকে তার চিত্তাকর্ষক গুণাবলীর জন্য প্রশংসা করেছেন আফ্রিদি। তিনি বলেন, আরশাদ ইকবাল একজন বোলার হিসাবে খুব ভালো গুণের অধিকারী।
বিশ্বকাপে শহীদ আফ্রিদির বাছাই করা পাকিস্তানের সেরা স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর, জামান খান, আরশাদ ইকবাল, হাসান আলী।