Logo
Logo
×

খেলা

সিরাজকে নিয়ে শ্রদ্ধা কাপুরের যে পোস্টে হাসির রোল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম

সিরাজকে নিয়ে শ্রদ্ধা কাপুরের যে পোস্টে হাসির রোল

মোহাম্মদ সিরাজ ও শ্রদ্ধা কাপুর

এশিয়া কাপের ফাইনাল যে এমন একপেশে হবে তা কেউ আশা করেনি। কিন্তু মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে শ্রীলংকার ভিত নাড়িয়ে দেয়। সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন করে বসেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর তাতেই হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়।

মেগা ফাইনালে শ্রীলংকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। তিন রানে তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিপক্ষের ব্যাটিংকে একাই বুঝে নেন সিরাজ। তার ২১ রানে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল গতবারের এশিয়ার সেরা টিম।

এর পর এই ম্যাচ জেতা যে শুধুই সময়ের অপেক্ষা সেটা সবার জানা ছিল। আর তাই হলো- ঈশান কিষান ও শুভমান গিলের অপরাজিত জুটির ওপর ভর করে মাত্র ৬.১ ওভারে ৫১ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এর পর শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় লেখেন, এবার সিরাজকেই জিজ্ঞেস করো- এই ফ্রি টাইম নিয়ে কী করব? তার এমন পোস্টে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।

উল্লেখ্য, শ্রীলংকার বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ২১ রান ৬ উইকেট তুলে নিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম