Logo
Logo
×

খেলা

বাবর-আফ্রিদির ‘বিতণ্ডা’ নিয়ে যা বললেন সানা মীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

বাবর-আফ্রিদির ‘বিতণ্ডা’ নিয়ে যা বললেন সানা মীর

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তান। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান ড্রেসিংরুমে অধিনায়ক বাবর আজম ও ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের গুঞ্জন শোনা যায়। 

দুই তারকার লড়াইয়ের খবর অনলাইনে প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর।

তিনি এ বিষয়টি নিয়ে টুইট করে লিখেছেন, বিশ্বকাপের আগে এটা একটা হৃদয়বিদারক খবর। বর্তমানে বাবর আজম সাজঘরে বা মিডিয়াতে যা বলেছেন, সেই কথোপকথনকে ভক্তরা শেয়ার করছেন— এটা খুবই হাতাশার। যে কেউ এটিকে সেই রুম থেকে বের করেছে এবং সেটি শেয়ার করেছে। ফলে দলে চাপ বেড়েছে। এটা দলের পবিত্রতার পরিপন্থী। বর্তমানে যা ঘটেছে, সেটা দলের বড় ক্ষতি। দলে কোনো ইনজুরি হলে যে ক্ষতি হয় এটা তার থেকেও বেশি।

এবারে এশিয়া কাপে পাকিস্তানের শুরুটা হয় দারুণ। নেপালকে ২৩৮ রানে হারানোর পরের ম্যাচে ভারতের মতো বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে বেশ ভুগিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। যদিও বৃষ্টিতে সেই ম্যাচ ফলের মুখ দেখেনি। এর পর বাংলাদেশকে ১৯৩ রানে গুটিয়ে দিয়ে সুপার ফোর শুরু করে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ২২৮ রানের বড় ব্যবধানে হেরে যায়। এর পর শ্রীলংকার বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও পাকিস্তান জিততে পারেনি।

এর পরই ড্রেসিংরুমে বাবর ও আফ্রিদির বিতণ্ডার খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তার দলের খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছেন না। 

এর জবাবে নাকি আফ্রিদি বলেছেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও।’ এর জবাবটা বাবর দিয়েছেন এভাবে, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!’

দুজনের এই বিতণ্ডা থামান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। 

পাকিস্তান সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতের টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসসহ আরও অনেক সংবাদমাধ্যম।

আরও পড়ুন: ড্রেসিংরুমে বাবর-আফ্রিদির বিতণ্ডা গুজব নাকি সত্যি?

তবে পুরো বিষয়টি অস্বীকার করে পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট পাকিস্তানকে বলেছেন, ‘টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে। টিম মিটিংয়ে বাকবিতণ্ডা হয়েছে, এমন গুঞ্জনের কোনো সত্যতা নেই। সবাই একসঙ্গে টিম মিটিং শেষ করেছে, অনেকে তো একই ফ্লাইটে পাকিস্তানে ফিরেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম