স্কুলছাত্রের মতো খেলছে পাকিস্তান, দাবি সাবেক তারকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
এশিয়া কাপের চলমান ১৬তম আসরের সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও শ্রীলংকার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় আয়োজক দেশ পাকিস্তান।
পাকিস্তান এবারের আসরের আয়োজক এবং হট ফেভারিট হওয়া সত্ত্বেও ফাইনালের আগেই বিদায় নেয়। বাবর আজমের বাজে পারফরম্যান্সের কারণে টিম ম্যানজমেন্টকে ধুয়ে দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল।
গত সোমবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। আগে ব্যাট করে ভারতের করা ৩৫৬ রানের জবাবে স্রেফ ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ভারতের বিপক্ষে বাবরদের রান তোলার গতি নিয়ে প্রশ্ন তুলেন কামরান আকমল। তিনি বলেন, রানরেটের হাল বাজে। বাংলাদেশের বিপক্ষে ১৯০ রানের একটু বেশি করতে ৪০ ওভার লেগে গেল। যদি বিশ্বকাপে ভালো করতে চাও তাহলে এই অ্য্যাপ্রোচে খেললে হবে না। এভাবে খেললে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেও ভুগতে হবে।
কামরান আকমল আরও বলেন, শাদাব, ইফতেখারদের বলা উচিত ছিল ভারতের বিপক্ষে ৫০ ওভার পর্যন্ত খেলে আসতে। তাহলেও ২৬০-২৮০ রান হতো। নেট রানরেট এত খারাপ হতো না। কোনো পরিকল্পনা ছিল না দলের। সবাই যেন ছুটি কাটাচ্ছে। মনে হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো খেলছে সবাই।