ফাইল ছবি
শ্রীলংকার বিপক্ষে ম্যাচশেষে বাংলাদেশের ফ্লাইট ধরেছিলেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন তিনি।
সোমবার সেই প্রতীক্ষার পালা শেষ হলো মুশফিক-মন্ডি দম্পতির। ঘর আলো করে এলো দ্বিতীয় সন্তান।
আরও পড়ুন মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্ন করায় যা বললেন সাকিব
পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথেই মুশফিক দেশে চলে আসবেন এই কথা আগেই জানা ছিল। মুশফিক দেশে ফেরার আগেই অবশ্য জানা গিয়েছিল, তিনি বাবা হতে চলেছেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির পাশে থাকতেই ফিরে আসেন দেশে।
সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছেন মুশফিকেন কন্যা। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
উল্লেখ্য, মুশফিকের প্রথম সন্তানটি ছেলে। মুশফিকের ছেলের নাম শাহরোজ রহিম মায়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়েছেন, মহান আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দ্বারা সৌভাগ্যবান করেছেন। মা ও শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন। আমাদের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, এশিয়া কাপে বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি আছে। সুপার ফোরের প্রথম দুটি ম্যাচেই হেরে ইতোমধ্যে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছেন টাইগাররা।
দলের বিপদের মুহূর্তে মুশফিকের সঙ্গে এই ফ্লাইটে দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
মুশফিক ছাড়াও এশিয়া কাপের মধ্যে বাবা হওয়ার সুসংবাদ পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তিনিও ভারতে গিয়েছিলেন টুর্নামেন্টের মাঝপথে। নেপালের বিপক্ষে ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছিলেন বুমরাহ। অবশ্য আবার শ্রীলংকায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।