Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে ভালো খেলার আশা হাবিবুলের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

বিশ্বকাপে ভালো খেলার আশা হাবিবুলের

এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স বিশ্বকাপের আগে শঙ্কা তৈরি করেছে। টিম ম্যানেজমেন্ট যদিও এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নয়। নির্বাচক হাবিবুল বাশারের ধারণা, বিশ্বকাপে পুরো দল পাবে বাংলাদেশ। তখন আগের মতো ভালো পারফরম্যান্স করবে। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, এশিয়া কাপে যেসব ভুল হয়েছে, তা শুধরে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

হাবিবুল বাশার বলেন, ‘আমাদের সমস্যাটা এখন ওপেনিং নিয়ে। তামিম ফিট হয়ে গেলে লিটন আর সে ওপেন করবে। লিটন ফিরেছে। বিশ্বকাপ নিয়ে তাই চিন্তিত নই। বিশ্বকাপের আগে আমরা পুরো দল পেয়ে যাব। তখন দল আগের মতো পারফর্ম করবে।’

ব্যাটিংয়ের মান যে নিচের দিকে যাচ্ছে স্বীকার করেছেন অধিনায়ক সাকিব। শ্রীলংকার বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত। বেশ কিছুদিন ধরে আমরা ভালো ব্যাটিং করছি না। এ নিয়ে চিন্তা করার আছে।’

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট কাজে দিয়েছে। বাস্তবতা দেখে নেওয়ার দরকার ছিল আমাদের। দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময় ভালো খেলি। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এ রকম বড় টুর্নামেন্টগুলোতে। সেখানে আমরা খুব ভালো কিছু করতে পারি না। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। এশিয়া কাপের ফাইনালে দু-তিনবার খেলেছি। জিতলে ভালো হতো। তবে এটাও ভালো যে, বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট হয়েছে। সবাই মিলে চিন্তা করব সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায়।’

পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা ইবাদত হোসেনকে পাওয়া যাবে না বিশ্বকাপে। বাকি পেসারদের কেউ ইনজুরিতে পড়লে সেটা বড় ধাক্কা হবে দলের জন্য। নিউজিল্যান্ড সিরিজে তাই সেরা ক্রিকেটারদের ফিট রাখতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম