Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ সোমবার রিজার্ভ ডেতে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ সোমবার রিজার্ভ ডেতে

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার রোববারের ম্যাচটি ভেস্তে যায়। সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে। আজ ভারত বৃষ্টি শুরুর আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করেছে। সোমবার এখান থেকেই খেলা শুরু হবে। 

রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

এমন দারুণ শুরুর পর মাত্র ২ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত।

রোহিত শর্মাকে আউট করে ১২১ রানের ওপেনিং জুটি ভাঙেন শাদাব খান। রোহিত ৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিলও। তাকে আউট করেন শাহিন শাহ আফ্রিদি। তার বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুভমান।

সাজঘরে ফেরার আগে ৫২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন শুভমান গিল। দুই ওপেনার বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

২৪.১ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খেলার এমন অবস্থায় শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফের যখন খেলা শুরুর প্রস্তুতি চলছিল তখন আবার বৃষ্টি শুরু হয়। যে কারণে এদিনের খেলা বন্ধ ঘোষণা করে দেন ম্যাচ রেফারি। সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম