Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে নামার আগেই যে দুঃসংবাদ পেল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পিএম

ভারতের বিপক্ষে নামার আগেই যে দুঃসংবাদ পেল পাকিস্তান

ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে  চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এমন ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। 

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে এশিয়া কাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট পাওয়া হয়নি। 

আরও পড়ুন এশিয়া কাপ নিয়ে ক্ষতিপূরণ চাইল পাকিস্তান

এশিয়া কাপের মধ্যে চলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

গতরাতে দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ১২৩ রানের বিশাল ব্যবধানে প্রোটিয়াদের পরাজিত করে। এতে করে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

এতে আইসিসি থেকে সুসংবাদ পায় তারা। এ জয়ের ফলে ১২১ রেটিং পয়েন্ট পেয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছেন অজিরা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১২০।

অবশ্য আজই অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ার সুযোগ আছে পাকিস্তানের। তারা যদি সুপার ফোরের ম্যাচে ভারতকে পরাজিত করতে পারে, তা হলে ২৪ ঘণ্টারও কম সময়ে অজিদের টপকে আবারও র্যাংকিংয়ের শীর্ষে চলে যাবে। সে ক্ষেত্রে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম