মিরাজকে ওপেনিংয়ে পাঠানোর কারণ জানালেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
সব বিভাগে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠের ক্রিকেট পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় হারতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের। তব রোববার আফগানিস্তানের বিপক্ষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচে কোনো ভুল করেনি সাকিব আল হাসানের দল। দারুণ পারফরম্যান্স করে ৮৯ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এমন জয়ের পেছনে ছোট ছোট অনেক ‘জুয়া’ খেলেছেন অধিনায়ক সাকিব।
দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা খুবই ভালো অলরাউন্ড ক্রিকেট খেলেছি। ফিল্ডারদের জন্য ৫০ ওভার ফিল্ডিং করে আবার ব্যাটিংয়ে নামা সহজ নয়। আমরা খুবই ভাগ্যবান যে টস জিতেছি।’
ব্যাটিং অর্ডার নিয়েও আফগানদের বিপক্ষে কিছুটা 'জুয়া' খেলেছে বাংলাদেশ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে সাত থেকে ওপেনিংয়ে তুলে আনেন অধিনায়ক। যদিও এবারই প্রথম মিরাজকে নিয়ে ‘জুয়া’ খেলা হয়নি। ২০১৮ এশিয়া কাপের ফাইনালেও অধিনায়ক মাশরাফি লিটনের সঙ্গে মিরাজকে ওপেনিংয়ে পাঠিয়েছিলেন। ওই ম্যাচে ভালো ক্রিকেট খেললেও এবার অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছেন মিরাজ।
মিরাজের ওপর বিশ্বাস ছিল জানিয়ে সাকিব বলেছেন, ‘সে উপরের দিকে সুযোগ পেয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে। আমরা সব সময় তার সার্মথ্য সম্পর্কে জানতাম।'
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। তারপরও দলের বোলারদের কাছে যেভাবে সহায়তা পেয়েছেন, তাতে অভিভূত সাকিব, ‘আমরা আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে লাগিয়েছি। ফাস্ট বোলাররা তাদের সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এটা বোলারদের জন্য খুব সহজ উইকেট নয়।'