Logo
Logo
×

খেলা

৩ রানের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

৩ রানের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ

হারলে বিদায়, জিতলে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল।

কোনো উইকেট না হারিয়ে ৯.৫ ওভারে স্কোর বোর্ডে ৬০ রান জমা করেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।

উড়ন্ত সূচনার পর মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত হন নাইম। মুজিবের গুগলিতে লাইন মিস করেন নাইম। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন এই ওপেনার। 

নাইম শেখ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই আউট হন তাওহিদ হৃদয়। ১১তম ওভারে গুলবাদিন নাইবের তৃতীয় বলে প্রথম স্লিপে হাশমতউল্লাহ শহীদির দুর্দান্ত ক্যাচে পরিনত হন তাওহিদ। ১০.৩ ওভারে ৬৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। 

রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। 

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬৫ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম