Logo
Logo
×

খেলা

মাঠে নামার আগেই রাজত্ব হারালেন সাকিব 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:২২ পিএম

মাঠে নামার আগেই রাজত্ব হারালেন সাকিব 

ফাইল ছবি

এশিয়া কাপে বাংলাদেশ দল আজ মাঠে নামছে শ্রীলংকার বিপক্ষে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টাইগার এ অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এ পেসার। এর আগে গেল মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

আরও পড়ুন কলম-কালিতে আর কারও ‘ভাগ্য নির্ধারণ’ করবেন না হাসান ফয়েজ সিদ্দিকী

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এ রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তার পরেই আছেন সাকিব। সাকিব সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার— 

টিম সাউদি- ১৪১

সাকিব আল হাসান ১৪০

রশিদ খান ১৩০ 

ইশ সোধি ১১৯

লাসিথ মালিঙ্গা ১০৭

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম