Logo
Logo
×

খেলা

ক্রিকেটে প্রথম লালকার্ডের ‘কীর্তি’ (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম

ক্রিকেটে প্রথম লালকার্ডের ‘কীর্তি’ (ভিডিও)

ছবি : সংগৃহীত

প্রথম ক্রিকেটার হিসেবে লালকার্ড দেখলেন সুনিল নারাইন। আম্পায়ারের নির্দেশে মাঠের বাইরে যেতে হলো নাইট রাইডার্সের এ ক্রিকেটারকে। অবশ্য তাতে নারাইনের বিশেষ দোষ ছিল না। দলের মন্থর বোলিংয়ের খেসারত দিতে হয়েছে তাকে। 

ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে শাহরুখ খানের আরেকটি দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেন নারাইন। এই মৌসুম থেকেই লালকার্ডের নিয়ম চালু হয়েছে সেই প্রতিযোগিতায়। প্রথমবার লালকার্ড দেখতে হলো নারাইনকে।

আরও পড়ুন ‘রিয়াদ আরেকটি সুযোগ পেতে পারে’

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মন্থর বল করে নাইট রাইডার্স। ফলে শেষ ওভারের আগে দলের অধিনায়ক কাইরন পোলার্ডকে আম্পায়ার নির্দেশ দেন একজন ক্রিকেটারের নাম জানাতে, যাকে তিনি লালকার্ড দেখাবেন। পোলার্ড নারাইনের নাম বলেন।

তার পর নারাইনকে লালকার্ড দেখান আম্পায়ার। তাকে মাঠের বাইরে যেতে হয়। শেষ ওভারে ১০ ফিল্ডার নিয়ে খেলতে হয় নাইটদের। তার আগে অবশ্য ৪ ওভার বল করে ফেলেছিলেন নারাইন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এ ডানহাতি স্পিনার।

এবারের প্রতিযোগিতার শুরুতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল জানিয়েছিলেন, ১৮তম ওভারের শুরুতে যদি দেখা যায় বোলিং দল সময়ের থেকে পেছনে চলছে, তা হলে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভেতরে থাকতে হবে।

যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পেছনে চলে, তা হলে দুজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভেতরে থাকতে হবে। 

অর্থাৎ বাউন্ডারিতে মাত্র তিনজন খেলোয়াড় থাকবেন। আর যদি ২০তম ওভারের আগেও বোলিং দল সময়ের পেছনে থাকে তা হলে একজন খেলোয়াড়কে লালকার্ড দেখানো হবে।

অর্থাৎ একজনকে মাঠের বাইরে চলে যেতে হবে। কোন ফিল্ডার বাইরে যাবেন, সেটি ঠিক করবেন বোলিং দলের অধিনায়ক। অর্থাৎ শেষ ওভারে ৩০ গজ বৃত্তের ভেতরে ছজন ও বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকবেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম