ফাইল ছবি
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে বহু জল্পনা-কল্পনা হয়েছিল। সর্বশেষ যখন দলে স্থান হলো না তখন ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রিয়াদকে না নেওয়ার যুক্তি হিসেবে বলেছিলেন, তার মতো সিনিয়র ক্রিকেটারকে দলে রাখলে বসিয়ে রাখা যাবে না।
সে কারণে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের মূল স্কোয়াড এবং তিনজন স্ট্যান্ডবাইয়ের তালিকাতেও নেই রিয়াদের নাম।
এটি সত্য যে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তিনি শতভাগ দিতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়ে গেছে। তবু রিয়াদ আরেকটি সুযোগ পেতে পারত বলে দাবি করেছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কয়েকটি বিষয়ে কথা বলেন তিনি। এ সময় তুষার ইমরান বলেন, ‘(মহেন্দ্র সিং) ধোনি যখন অধিনায়ক হয়ে আসে, তখন ভারতের অনেক সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়েছিল। তাদের ব্যাটিং ছিল, ফিল্ডিং ছিল না। মাহমুদউল্লাহ যে ফিল্ডিংয়ের জন্য বাদ পড়েছে সেটি আমি বলছি না। তার ফিল্ডিং যথেষ্ট ভালো।
আরও পড়ুন দেশ ছাড়লেন টাইগাররা
একজন অলরাউন্ডার হিসেবে মাহমুদউল্লাহ বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়েছে। আমার মনে হয় সে একটি সুযোগ পেতে পারে। তাকে যে বিবেচনায় রাখেনি তাও বলব না। হয়তো বিবেচনায় আছে দলের এবং কোচের।’
এর পর অবশ্য বাস্তবতাও মেনে নিয়েছেন তুষার। রিয়াদকে দলে নেওয়া হলে কোন পজিশনে খেলবেন সেই প্রশ্নও তুলেছেন সাবেক এই ক্রিকেটার, ‘মাহমুদউল্লাহকে যদি দলে নেন তা হলে কত নম্বরে তাকে সেট করবেন তাও একটি প্রশ্ন। তার রিসেন্ট যে ফর্ম তাতে আসলে বিবেচনা করা যেত ২-১ সিরিজ আগেই।
এখন যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপ এ মুহূর্তে আমার কাছে মনে হয় যে কোচ কিংবা ক্রিকেট বোর্ড তাকে নিয়ে হয়তোবা চিন্তা-ভাবনা করছে না। যদি সাকিব, কোচ এবং বোর্ড চায়, তা হলে হয়তো আবার তাকে অন্তর্ভুক্ত করতে পারে।’
মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও এশিয়া কাপের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে টাইগার স্কোয়াডে নতুন মুখ তানজিদ হাসান তামিম। এ ছাড়া রয়েছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও শেখ মেহেদী। পরে স্ট্যান্ডবাই হিসেবে সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলামকে সেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।