Logo
Logo
×

খেলা

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে মাঠের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করে যাচ্ছে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তান। 

প্রথম দুই ম্যাচে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে দুই দল। এই ম্যাচটি আফগানদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর বড় চ্যালেঞ্জ। 

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫২ রানেই দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান।

সিরিজের দুই ম্যাচে প্রত্যাশিত রান করতে পারেননি ফখর জামান। প্রথম ম্যাচে ২ আর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে আউট হওয়া এই ওপেনার আজ ফেরেন ২৭ রানে। 

তবে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইমাম উল হক। প্রথম ম্যাচে ৬১ আর দ্বিতীয় ম্যাচে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আজ শেষ ম্যাচে ফেরেন ১৩ রানে।

দুই ওপেনারের বিদায়ের পর উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন অধিনায়ক বাবর আজম। ৩১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৩ রান। ১০৯ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। তারা ৩৮ ও ৩০ রানে ব্যাট করছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম