Logo
Logo
×

খেলা

ইংরেজি না জানায় পাকিস্তানি তারকাকে নিয়ে ট্রল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম

ইংরেজি না জানায় পাকিস্তানি তারকাকে নিয়ে ট্রল

ইংরেজিতে কথা বলতে না পারায় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি। তার পক্ষ হয়ে কথা বলেছেন পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান। তিনি বলেছেন, ‘মেসিও ইংরেজিতে কথা বলতে পারে না।’

সম্প্রতি পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান টুইটারে একটি ‘ফ্যাশনেবল’ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মডেলিং স্কিলস বেটার? লার্নিং ফ্রম মাই টিমমেটস।’ 

সেই পোস্টেই তার সতীর্থ পাকিস্তানের তারকা পেসার হাসান আলি লেখেন, ‘তুমি হয়তো এভাবেই রাস্তায় বের হতে পার। তোমাকে যা সুন্দর লাগছে, তাতে করে তুমি তোমার ভালোবাসাকেও পেয়ে যেতে পার। আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখবেন। দেখ আবার হারিয়ে যেও না।’ 

এই টুইটের জবাবেই এক সমর্থক কড়া ভাষায় হাসান আলিকে উদ্দেশ্যে করে লেখেন, ‘আল্লাহর দোহাই দিয়ে বলছি, হাসান তুমি একজন আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত এদেরকে শিক্ষিত করা। কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, তা ওদের শেখা দরকার আছে।’

সেই সমর্থককে কড়া ভাষায় জবাব দিয়েছেন শাদাব খান। তিনি লেখেন, ‘মেসিও ঠিক করে ইংরেজিতে কথা বলতে পারে না। তাতে কোন অসুবিধা নেই। বিদেশি ক্রীড়াবিদরা ভুল ইংরেজি বললেও কোন অসুবিধা নেই। আমরা স্বাভাবিকভাবেই থাকতে ভালোবাসি। কোন কিছু নকল করা ঠিক নয়। আমি আমার সংস্কৃতি নিয়ে লজ্জিত না। আল্লাহ সকলকে ভালো রাখুন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম