আইসিসি বিশ্বকাপের সূচি চুড়ান্ত ঘোষণার পর ইতোমধ্যেই একাধিকবার ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।
ফের আপত্তি উঠেছে একটি ম্যাচ ঘিরে। পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদের পুলিশ। বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানানো হয়েছে।
৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। পরের দিন একই মাঠে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।
পরপর দুই দিনে দুটি ম্যাচ থাকায় পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে গেছে হায়দরাবাদ পুলিশের জন্য।
১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল; কিন্তু নবরাত্রি উৎসবের কারণে সেই ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়। ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচ এগিয়ে আনা হয়েছে ১১ তারিখ। এখন দেখার বিষয় আইসিসি নতুন করে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের সূচি পরিবর্তনে রাজি হয় কিনা।