Logo
Logo
×

খেলা

বাবরের বন্ধুত্ব আমার উপকারের চেয়ে ক্ষতি করেছে: উসমান কাদির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম

বাবরের বন্ধুত্ব আমার উপকারের চেয়ে ক্ষতি করেছে: উসমান কাদির

আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এরই মধ্যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিয়ে মন্তব্য করলেন তারই সতীর্থ ও বন্ধু উসমান কাদির। তারা দুজনই অনূধ্ব-১৫ দলে একসঙ্গে খেলেছেন।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উসমান দল নির্বাচনের গতিশীলতার বিষয়ে কথা বলেছেন। সেখানে বাবর আজমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ও কথা বলেছেন।

লেগ-স্পিনার উসমান কাদির বলেন, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতে পাকিস্তান দলে একজন খেলোয়াড়ের স্থান নির্ধারণ করে, ব্যক্তিগত সম্পর্কে নয়।

আরও পড়ুন: তা হলে কি অবসান হচ্ছে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব?

তিনি বলেন, তার দলে অন্তর্ভুক্তি সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক দ্বারা হয়েছিলেন, বাবরের মাধ্যমে নয়।

উসমান কাদির বলেন, বাবরের সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে নয়, এটি সেই সময় থেকে যখন আমরা দুজনেই অনূর্ধ্ব-১৫ দলে খেলেছি। বাবর যখন অধিনায়ক হয়েছিল, তখনই আমি দলে এসেছি; তবে এর মানে এই নয় যে, সে আমাকে দলে নিয়েছিল। যে ব্যক্তি আমাকে দলে এনেছিলেন, তিনি ছিলেন মিসবাহ-উল-হক। আমি আগেও বলেছি যে, বাবর আমাকে দলে নেয়নি এবং কেন করবে? এটি তার দল নয়— এটি পাকিস্তানের দল।

২৯ বছর বয়সি উসমান কাদির স্বীকার করেছেন, বাবরের বন্ধুত্ব কখনো কখনো আমার সুবিধার পরিবর্তে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম