Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার নেই ভারতে: শোয়েব আখতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম

বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার নেই ভারতে: শোয়েব আখতার

বিশ্বকাপের আগে ভারতীয় দলকে খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার নেই রোহিত শর্মার হাতে।

সাম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, রোহিতকে দেখে প্রথম যে প্রশ্ন আমার মনে জাগে, তা হলো— ওর কি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া উচিত ছিল? আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে রোহিত খুব চাপে পড়ে যায়। তাই ওর অধিনায়কত্বেও ভুল হয়। বিরাট কোহলির সঙ্গেও এই একই ঘটনা ঘটত। সে কারণে ওরা এখনো আইসিসি ট্রফি জিততে পারেনি।

আরও পড়ুন: ‘এশিয়া কাপে মাহমুদউল্লাহকে রাখা উচিত ছিল’

তিনি বলেন, ভারতীয় দলে কিছু ভালো ক্রিকেটার থাকলেও বিশ্বকাপ জেতার মতো দল রোহিতদের নয়। কারণ বিশ্বকাপ জেতার জন্য একটা এক্স ফ্যাক্টর দরকার হয়। সেটি ভারতের এই দলে নেই। 

শোয়েব আখতার বলেন, ‘রোহিত বা বিরাটের মতো ভালো ব্যাটার হয়তো দলে আছে; কিন্তু বিশ্বকাপ জিততে এক্স ফ্যাক্টর লাগে। সেটি এই দলে নেই। রোহিত নিজের অধিনায়কত্ব দিয়ে সেই অভাব পূরণ করতে পারে কিনা সেটিই দেখার।

২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। বিরাট থেকে রোহিত, নেতৃত্ব বদলালেও ছবিটা বদলায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম