ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে বেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।
ব্যাটিং দানব হিসেবে খ্যাত গেইলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১১ সেপ্টেম্বর ১৯৯৯ সালে, ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ৬ নভেম্বর ২০২১ সালে।
জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ৪৩ বছর বয়সি ক্যারিবীয় এই তারকা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন।
জাতীয় দলে সাবেক হয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে তার কোনো চুক্তি নেই। যে কারণে বোর্ড থেকে মাসিক বা বার্ষিক তার কোনো আয়ও নেই। তারপরও বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটার তিনি।
এখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টাকা আয় করে থাকেন। তিনি প্রায় ৪৫ মিলিয়ন ডলার তথা প্রায় ৫০০ কোটি টাকার মালিক।
তার সংগ্রহে বেশ কিছু গাড়ি রয়েছে। যার মধ্যে আছে ২৪ ক্যারেট গোল্ড ইউনিভার্স বস বেন্টলি, মার্সিডিজ বেঞ্জ, অডি আর-৮ এবং ফেরারির মতো কিছু বিলাসবহুল গাড়ি।
গেইলের জ্যামাইকার কিংস্টনে আড়াই মিলিয়ন ডলার মূল্যের একটি বাড়ি রয়েছে। যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। তার সেই বাড়িতে আছে সুইমিং পুল, বার, গেমিং জোন, রেস্টুরেন্ট সুবিধা।