Logo
Logo
×

খেলা

নেইমার সৌদির আল হিলালে গেলেন কত বেতনে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

নেইমার সৌদির আল হিলালে গেলেন কত বেতনে?

ছবি : সংগৃহীত

সৌদি আরবের আল হিলালে যোগ দিলেন নেইমার। এর আগে ফরাসি ক্লাবের পিএসজিতে ছিলেন। ৩১ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সৌদি প্রো লিগের দলটি।

ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।'

চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।

আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে থাকতে বিলাসবহুল বাড়ি, বিমানসহ যেসব সুবিধা পাবেন নেইমার

শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।

আল হিলাল সৌদি আরব এবং এশিয়ার সবচেয়ে সফল ক্লাব। তাদের নামের পাশে ৬৬টি ট্রফি। সর্বোচ্চসংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও এই ক্লাবের দখলে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম