Logo
Logo
×

খেলা

অনুশীলনে চোটাক্রান্ত লিওনেল মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:১৯ পিএম

অনুশীলনে চোটাক্রান্ত লিওনেল মেসি

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথম চোট পেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সোমবার অনুশীলনে চোট পান বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। 

মঙ্গলবার ভোররাতে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সেই ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় রয়েছে। 

তবে কোচ জেরার্দো মাটিনো মেসির খেলা নিয়ে আশাবাদী। তিনি বলেন, মেসির কী হয়েছিল আমি দেখিনি; কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হতো তাহলে বাকি খেলোয়াড়দের মধ্যে তার প্রভাব দেখতে পেতাম। ওরা স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, ফুটবলাররা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গতবার ওরা ফাইনাল খেলেছে। এবার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।

ফিলাডেলফিয়ার কোচ জিম কার্টিন সমর্থকদের উদ্দেশে টিকিট যেন না বিক্রি করে দেন সেজন্য আবেদন করেছেন। তিনি বলেন, দয়া করে নিজেদের টিকিট বিক্রি করে দেবেন না। যত দামেই পান না কেন; বিশ্বের সেরা ফুটবলার খেলতে আসছেন। তাই এই ম্যাচের থেকে বড় কিছু আর হতে পারে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম