Logo
Logo
×

খেলা

২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলেই অবসর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:০২ পিএম

২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলেই অবসর

ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট। টেস্ট ক্রিকেটের মাধ্যমেই একজন খেলোয়াড় এবং একটি দলের মানদণ্ড বিবেচনা করা হয়।

অথচ প্রতিভা থাকা সত্ত্বেও মাত্র ২৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলংকান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তিনি ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন ৫৩ বলে ৫৯ রান। এরপর আরও তিনটি টেস্ট খেলেছেন। 

সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লংকান টেস্ট দলে জায়গা হয়নি তার। 

তবে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন হাসারাঙ্গা।

হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছ এক বিজ্ঞপ্তিতে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলংকা লেগ স্পিনারের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম