ভারতের সাবেক অধিনায়কের বাড়ির কাজের বুয়া নির্যাতিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম
ভারতের সাবেক অধিনায়ক পঙ্কজ রায়ের বাড়িতে কাজের বুয়াকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গত শুক্রবার পঙ্কজের বাড়ির কাজের মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছে পঙ্কজের নাতি পুষ্কর রায় এবং পুত্রবধূ মিতা রায়ের বিরুদ্ধে।
সেই মামলায় সোমবার তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
ঘটনাটি কেন শ্যামপুকুর থানার পুলিশ অপেক্ষাকৃত লঘুধারায় মামলা দায়ের করেছে, তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
গৃহকর্মীর অভিযোগ পুষ্কর রায় এবং তার স্ত্রী মিতা রায় তাকে মেরে চোখ, মুখ ফাটিয়ে দিয়েছেন কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘এত লঘুধারায় কেন মামলা করা হয়েছে?’ ২১ আগস্ট তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক পঙ্কজ দেশের হয়ে ৪৩টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৪৪২ রান করেছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা