ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট (১-০) এবং তিন ম্যাচের ওয়ানডে (২-১) সিরিজে জয় পায় ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথম দুই খেলায় হেরে সিরিজ হারের শঙ্কায় হার্দিক পান্ডিয়ারা।
তৃতীয় খেলায় জিতে সিরিজে ভাগ বসায় ভারত। শনিবার চতুর্থ ম্যাচে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে ১৭৯ রানের টার্গেটে ব্যাট করছে ভারত।
এদিন ওয়েস্ট ইন্ডিজের লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে উইন্ডিজ। আগে ব্যাট করে সিমরন হিতমারের ফিফটি এবং শাই হোপের ৪৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৮ রান করে উইন্ডিজ।
দলের হয়ে ৩৯ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন হিতমার। ২৯ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৫ রান করেন শাই হোপ। এছাড়া ১৮, ১৭ ও ১৫ রান করে করেন ব্রান্ডন কিংস, কাইল মায়ার্স ও ওডেন স্মিথ।
ভারতের হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ২৬ রানে ২ উইকেট নেন কুলদীপ যাদব।