ক্রিকেট বিশ্বের এ সময়ের অনত্যম সেরা খেলোয়াড় বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক আয়ের দিক থেকে বিশ্ব সেরাদের মধ্যে অন্যতম।
ভারতের হয়ে ক্রিকেট খেলার জন্য বছরে সাত কোটি টাকা আয় করেন কোহলি। ক্রিকেট খেলে কোহলি যে টাকা পান, তার দ্বিগুণ টাকা নাকি পান শুধু একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে।
শুক্রবার এমন একটি ভুয়া নিউজ প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বলা হয়- একটি পোস্ট করার জন্য বিরাট ১৪ কোটি টাকা নেন। এ তালিকায় সারা বিশ্বে শীর্ষে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি।
রোনালদো একেকটি পোস্ট করার জন্য ২৬ কোটি টাকা আয় করেন। মেসি আয় করেন সাড়ে ২১ কোটি টাকা।
এমন খবর দেখে বিরাট কোহলি নিজেই চমকে যান। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় টুইটারে এক পোস্টে লেখেন- জীবনে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে সোশ্যাল মিডিয়ার আমার উপার্জন সম্পর্কে যে খবরটি চাউর হচ্ছে তা সত্য নয়।