Logo
Logo
×

খেলা

কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০২:১৫ পিএম

কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

দেশে কয়েক দিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের। তবে আরেকটি ফ্র্যাঞ্জাইজি লিগ খেলতে ঢাকা ছাড়লেন লিটন। লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে তার খেলার ডাক এসেছে। সেই ডাকে সাড়া দিয়ে শনিবার দুপুরে শ্রীলংকার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার।

লংকান লিগে আগে থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তার দল গলের হয়ে খেলবেন লিটনও। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনো অভিষেক হয়নি মিঠুনের।

এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দলের এলপিএল টুর্নামেন্ট, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরিফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবার প্রথমবারের মতো খেলেছেন তাওহীদ হৃদয়ও। জাফনা কিংসের হয়ে তার খেলার ছাড়পত্র ছিল ৮ আগস্ট পর্যন্ত। এর আগে দলটির হয়ে বেশ ভালো পারফরমও করেছেন এই তরুণ টাইগার। সে কারণে দেশে ফেরার সময়ও হৃদয় উষ্ণ শুভেচ্ছা পেয়েছিলেন। 

এ ছাড়া এলপিএলে সুযোগ পেলেও ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি আফিফ হোসেনের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম