Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন  

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন  

ফাইল ছবি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে সব মিলিয়ে ৯ ম্যাচের সূচি বদলানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে কোনো ম্যাচের ভেন্যুতেই পরিবর্তন আসেনি।

এদিকে গত জুনে প্রকাশ করা হয় ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। 

ওই সূচি অনুসারে আহমেদাবাদে দুই প্রতিবেশী দেশের ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ১৫ অক্টোবর। পরিবর্তিত সূচিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১৪ অক্টোবর।

বাংলাদেশের তিনটি ম্যাচের সূচি পালটে গেছে। আগামী ১০ অক্টোবর ধর্মশালায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হওয়ার কথা ছিল দিবারাত্রির। নতুন সূচিতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। একদিন এগিয়ে ম্যাচটি হবে ১৩ অক্টোবর। সকালে শুরু হওয়ার বদলে ম্যাচটি হবে দিবারাত্রির। অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
বাংলাদেশ ও রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। একদিন এগিয়ে আনা হয়েছে এই ম্যাচটিও। পুনেতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম