Logo
Logo
×

খেলা

ফাওয়াদের পাকিস্তান ক্রিকেট ছাড়ার খবর ‘ভুয়া’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৪:৫৫ পিএম

ফাওয়াদের পাকিস্তান ক্রিকেট ছাড়ার খবর ‘ভুয়া’

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ পাকিস্তানের তারকা ক্রিকেটার ফাওয়াদ আলমকে নিয়ে একটি খবর প্রকাশ করে।

সেই খবরে বলা হয় জাতীয় দলের তারকা টেস্ট ক্রিকেটার ফাওয়াদ আলম পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 

ক্রিকবাজের সেই খবরকে ‘ভুয়া সংবাদ’ বলেছেন পাকিস্তানের তারকা টেস্ট খেলোয়াড় ফাওয়াদ আলম। 

তিনি বলেন, আমি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমি পাকিস্তান ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হইনি বা অবসর নেইনি। আমি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার লক্ষ্য আগামী এক থেকে দুই বছর ধারাবাহিক পারফর্ম করে যাওয়া। 

ফাওয়াদ আলম পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে ৬টি সেঞ্চুরি আর ৮টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ১৭১ রান। 

২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে টেস্টে অভিষেক হয় ফাওয়াদ আলমের। এরপর মাত্র দুই ম্যাচ খেলে দল থেকে বাদ পড়ে যান। এরপর এক দশকেরও বেশি সময় পর ২০২০ সালে ইংল্যান্ড সফরে সুযোগ পান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম