ওমরাহ পালন করেছেন ফ্রান্সের ফুটবল তারকা করিম বেনজেমা। সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদে যোগদানের পর তার সময়টা ভালোই কাটছে। ওমরাহ পালনের সময় তিনি পবিত্র কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
৩৫ বছর বয়সি এই ফুটবল তারকা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করার পরই তার ভক্ত ও অনুসারীরা তাকে অভিনন্দন জানান। কেউ লিখেছেন- মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদে আগামী তিন বছর খেলবেন এই ফরাসি ফুটবলার। ক্লাবটি থেকে তিনি বছরে ২১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন।
বেনজেমার মতো কিংবদন্তিকে আল ইত্তিহাদে পেয়ে রোমাঞ্চিত ক্লাবটির সভাপতি আনমার বিন আবদুল্লাহ। তিনি বলেছেন, বর্তমান ব্যালন ডি’অর জয়ীকে কেনাটা ইত্তিহাদ ক্লাবের জন্য অনেক বড় এক মাইলফলক। করিম বেনজেমা ফুটবলের আইকন।
বেনজেমা বলেন, নতুন একটা দেশের নতুন একটা লিগে খেলার ব্যাপারে আমি রোমাঞ্চিত। আল ইত্তিহাদের অসাধারণ এক ইতিহাস আছে। আমি সত্যিই ভাগ্যবান, ইউরোপে দারুণ কিছু অর্জন করতে পেরেছি। স্পেন ও ইউরোপে সম্ভাব্য সবকিছুই জিতেছি আমি। তাই আমার মনে হয়েছে, নতুন চ্যালেঞ্জ নেওয়ার এটাই সঠিক সময়। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছি।
L’Unique Vérité ??? #alhamdulillah ?? pic.twitter.com/HHx9evy8gl
— Karim Benzema (@Benzema) August 6, 2023