বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে নিজের অধিনায়ক হিসেবে মানেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বিসিবি সভাপতির প্রতি শ্রদ্ধার কারণে তিনি কোনো কাজ করতে বললে ‘না’ করতে পারেন না খালেদ মাহমুদ সুজন।
এমনটি জানিয়ে শনিবার মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘যখন পাপন ভাই বলেন, সভাপতি স্যার বলেন, তখন মানুষটাকে না করতে পারি না (যেকোনো দায়িত্ব)। অনেককে হয়তো না করতে পারব, তাকে না করা সম্ভব না।’
সুজন আরও বলেন, ‘আমি সব সময় বলি- হি (পাপন) ইজ মাই ক্যাপ্টেন। জানি না আমি কতটুকু দরকারি, অনেকে মনে করে আমি দরকারি না। এটা বড় বিষয় ভাবি না। বোর্ড যদি চায় জাতীয় দলের ড্রেসিংরুমে থাকতে হবে আমাকে, থাকব। না চাইলে না।’
জাতীয় দলের ম্যানেজার এবং টিম ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সুজনকে এখন আর টিমের সঙ্গে আগের মতো দেখা যায় না। কারণ বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
দলের সঙ্গে না থাকলেও টিমকে এখনও মিস করেন জানিয়ে সুজন বলেন, ‘বাংলাদেশ দলকে অবশ্যই মিস করি। কিন্তু এটাই যে আমার কাজ তা মনে করি না। বিসিবি যদি মনে করে আমাকে ওখানে থাকতে হবে, তাহলে সব গুটিয়ে আমার আসতে হয়। এখানে আসা আমার জন্য অনেক কঠিন হয়।’