Logo
Logo
×

খেলা

অ্যাশেজে রোমাঞ্চকর লড়াইয়ের পরও দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:৫৩ পিএম

অ্যাশেজে রোমাঞ্চকর লড়াইয়ের পরও দুঃসংবাদ

রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। ২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজে স্লো ওভার রেটের কারণে শাস্তি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। 

সিরিজ ড্র হওয়ায় উভয় দল ২৮ পয়েন্ট করে সংগ্রহ করার কথা; কিন্তু নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে না পারায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য কেটে নেওয়া হয় ১ পয়েন্ট করে।

শুধু তাই নয়, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়। 

আইসিসির শাস্তির কবলে পড়ে ইংল্যান্ড পেয়েছে মাত্র ৯ পয়েন্ট। তাদের কাটা যায় ১৯ পয়েন্ট। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮ পয়েন্ট। তাদের কাটা যায় ১০ পয়েন্ট।

দুই দলের ক্রিকেটারদের জরিমানা

ইংল্যান্ডের ক্রিকেটারদের সিরিজের প্রথম টেস্টে ১০ শতাংশ, দ্বিতীয় টেস্টে ৪৫ শতাংশ, চতুর্থ টেস্টে ১৫ শতাংশ ও পঞ্চম টেস্টে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শুধু চতুর্থ টেস্টের জন্য ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম