Logo
Logo
×

খেলা

যে কারণে কানাডার লিগে খেলা হচ্ছে না আফিফের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম

যে কারণে কানাডার লিগে খেলা হচ্ছে না আফিফের

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে রোববার কানাডায় যাওয়ার কথা ছিল আফিফ হোসেন ধ্রুবর। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি জাতীয় দলের তরুণ এই তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এমনটি নিশ্চিত করেছে। 

গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে খেলার কথা ছিল আফিফের। গ্রুপপর্বে তাদের শেষ দুই ম্যাচ মঙ্গলবার ও বুধবার। প্লে অফে না উঠলে এই টুর্নামেন্টে খেলার আর সুযোগ নেই আফিফের। 

আফিফ ছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। লিটন খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে। 

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তি পত্র পেয়েছিলেন আফিফ। কানাডার ভিসা না পাওয়ায় মঙ্গলবার মেডিকেল টেস্ট দিতে ক্রিকেট বোর্ডে যান আফিফ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম