পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, আমার সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের কোনো শত্রুতা নেই। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমাদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে।
পাকিস্তানের হয়ে ১১৭টি ওয়ানডে, ৫৩টি টেস্ট আর ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সরফরাজ বলেন, পাকিস্তানের বর্তমান দলে কোনো বিভেদ নেই। প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। সব খেলোয়াড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই।
পাকিস্তানের হয়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ১৫৭ রান করা সরফরাজ আহমেদ আরও বলেন, আমার এবং রিজওয়ানের মধ্যে কোনো শত্রুতা নেই। আমাদের দুইজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন বিদ্বেষ ছড়ায়। এসব লোকদের খেয়েদেয়ে কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় এসে অপ্রয়োজনীয় কিছু লিখতে শুরু করে।
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে প্রায়ই তুলনা করা হয়।
এ ব্যাপারে সরফরাজ বলেন, বাবর আজমকে ছেড়ে দিন, তাকে ক্রিকেটটা উপভোগ করতে দিন। বিরাট কোহলি গত ১৪-১৫ বছর ধরে ধারবাহিক ক্রিকেট খেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সঙ্গে এখনই বাবরের তুলনা করা ঠিক হবে না। সে ২০১৫ সালে অভিষেকের পর থেকে ভালো খেলছে। তবে বাবরের চেয়ে ভালো কেউ কভার ড্রাইভ এবং অন ড্রাইভ খেলতে পারে না।