Logo
Logo
×

খেলা

ধোনির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম

ধোনির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অজান্তে তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন এক বিমানবালা। 

ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এমন দুর্লভ মুহূর্তের ভিডিও দেখে আপ্লুত। তারা বিমান সেবিকার সৌভাগ্যের প্রতি ঈর্ষাও প্রকাশ করেন।

আবার অনেকেই এমন ঘটনার প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়ায়। তারা প্রশ্ন তোলেন গোপনীয়তা বজায় না থাকায়। অনেকে আবার সংশ্লিষ্ট বিমান সেবিকার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

ভিডিওতে দেখা যায় যে, বিমানের মধ্যে ঘুমিয়ে রয়েছেন ধোনি। মাঝে একটি সিট ফাঁকা রেখে পাশে রয়েছেন স্ত্রী সাক্ষী। ধোনি তন্দ্রাচ্ছন্ন থাকলেও সাক্ষী সজাগ ছিলেন। তাকে পা দোলাতে দেখা যায়। 

বিমান সেবিকা কেবিনের দরজার আড়ালে ফোন রেখে ঘুমন্ত ধোনির ভিডিও করেন। এমনকি দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে ধোনির সঙ্গে সেলফিও তোলেন। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম