Logo
Logo
×

খেলা

শচীনের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম

শচীনের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট

ভারতের রাহুল দ্রাবিড়, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে ছাড়িয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন জো রুট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ৩০০ রান করার মধ্য দিয়ে এই কৃর্তী গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট। 

চলতি অ্যাশেজ সিরিজে ৯ ইনিংসে ব্যাট করে ৪১২ রান সংগ্রহ করেছেন রুট। সিরিজে ৩০০ রানের গণ্ডি টপকানো মাত্রই কিংবদন্তি টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসান রুট।

টেস্ট সিরিজে সব থেকে বেশিবার ৩০০ রানের গণ্ডি টপকানোর দিক থেকে শচীনের পাশে বসেন রুট।

জো রুট এ নিয়ে ১৯বার টেস্ট সিরিজে ৩০০ বা তারও বেশি রান সংগ্রহ করেন, যা যুগ্মভাবে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল এককভাবে টেন্ডুলকারের। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম