Logo
Logo
×

খেলা

অবসর নিয়ে ভাবছেন না অ্যান্ডারসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম

অবসর নিয়ে ভাবছেন না অ্যান্ডারসন

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে লেখা একটি কলামে ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন বলেছেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না। টেলিগ্রাফের বরাত দিয়ে বুধবার এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

অবসর প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘সিরিজে (চলতি অ্যাশেজে) খারাপ খেলায় আমি হতাশ। কিন্তু, আমার মনে হয় আমি এখনও ভালো বল করছি। কোচ ও অধিনায়কের (বেন স্টোকস) সঙ্গে কথা বলেছি। তারা এখনও আমাকে চায়। আমিও বেশ ক্ষুধার্ত। নিজেকে নিয়ে কাজ করছি, যাতে দলে আমার সেরাটা দিতে পারি। আমার ভাবনায় বর্তমানে ঠিক এটিই চলছে।’

যদিও, এখন পর্যন্ত চলতি অ্যাশেজে নিজেকে মেলে ধরতে পারেননি টেস্টে ৬৮৯ উইকেটের মালিক অ্যান্ডারসন। সে বিষয়ে টেলিগ্রাফে নিজের কলামে তিনি লেখেন, ‘আপনি সবসময়ই দলকে সাহায্য করতে, জয়ে অবদান রাখতে উন্মুখ থাকবেন। দুর্ভাগ্যবশত, এই সিরিজে আমি কিছুই করতে পারিনি। তবে আমার সামনে আরও একটি ম্যাচ আছে, সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ইংল্যান্ডের সর্বোচ্চ ও টেস্টের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন ৩০ জুলাই পা দেবেন ৪২ বছরে। এখনও সমান ক্ষুধা নিয়ে নিজের উন্নতির জন্য পরিশ্রম করে চলছেন তিনি।

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হবে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম