Logo
Logo
×

খেলা

সৌদ শাকিলের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম

সৌদ শাকিলের বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের সপ্তম টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সৌদ শাকিল। সাত টেস্টে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি আর ৬টি ফিফটি হাঁকান ২৭ বছর বয়সি এই তারকা ব্যাটসম্যান। 

ক্যারিয়ারের সপ্তম টেস্টে ধারাবাহিক ফিফটি বা তার বেশি রান করে সৌদ শাকিল ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, বেসিল বুচার, সাঈদ আহমেদ ও বার্ট সাটক্লিফকে। 

গত বছরের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম দুই ইনিংসে সৌদ শাকিল করেন ৩৭ ও ৭৬ রান। মুলতানে দ্বিতীয় টেস্টে একই প্রতিপক্ষের বিপক্ষে করেন ৬৩ ও ৯৪ রান। সিরিজের তৃতীয় টেস্টে করাচিত খেলেন ২৩ ও ৫৩ রানের ইনিংস। 

একই মাসে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেন ২২ ও ৫৫* রান। চলতি বছরের জানুয়ারিতে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে করেন ১২৫* ও ৩২ রান। 

শ্রীলংকার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সৌদ শাকিল হাঁকান (২০৮*) ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে আউট হন ৩০ রানে। কলম্বোয় চলতি টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৫৭ রান করে। 

ধারাবাহিক সাত টেস্টে ফিফটি বা তার বেশি রান করে কিংবদন্তিদের ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন সৌদ শাকিল।    

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম