দুই বছর পর ফের পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তাকে পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
এছাড়া পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের ক্রিকেট বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মিসবাহ-উল-হক। সোমবার জাকা আশরাফের সঙ্গে দেখা করলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
২০১৯ সালের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান প্রধান কোচ মিকি আর্থার। সেই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধান কোচ হন মিসবাহ।
২০২১ সালের সেপ্টেম্বরে রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগেই পাকিস্তানের প্রধান কোচের চাকরি থেকে পদত্যাগ করেন মিসবাহ। প্রায় দুই বছর পর আবারো পাকিস্তানের ক্রিকেটে ফিরেছেন তিনি।
পাকিস্তানের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পরই হাফিজকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।